রাজনীতি

বিএনপির নতুন অঙ্গীকার: ‘জোর করে নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসব

  প্রতিনিধি ১৩ অগাস্ট ২০২৫ , ৮:৫৮ এএম প্রিন্ট সংস্করণ

বিএনপির নতুন অঙ্গীকার: 'জোর করে নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসব

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা–কর্মীদের প্রতি এক জরুরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ যেন আঙুল তুলে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় এসেছি।’ এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি বড় দল এবং আমাদেরকেই একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক যুব সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এই সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তাঁর দূরদৃষ্টির কারণেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সামনে এসেছে। এখন আমাদের কাজ হলো এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চা প্রতিষ্ঠিত হয়নি। বিএনপির দীর্ঘ ১৫ বছরের আন্দোলন ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতা-কর্মীরা জেল-জুলুম ও কারাবাস সহ্য করেছে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।