এই বছর গেমের মধ্যে ঝড় তুলল ‘স্যাডো ফাইট থ্রি’ গেম।গেমটি খুবই উন্নত শীল সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে।গেমটি প্লে স্টোরে ছাড়ার এক ওয়েক পরেই ৫ মিলিয়ন ডাউনলোড হয়ে যায়।আর এখন বর্তমানে এই গেমটি প্রায় ১০০ মিলিয়নের উপরে চলে গেছে।গেমটি আপস ও ওবি সহকারে তৈরি করে হয়েছে।এবং এটি সব মোবাইল এ ফিট স্কেন করে দেওয়া হয়েছে।আর এটি অনেক বেশি এইচ ডি সহকারে তৈরি করা হয়েছে।আর এর ভিতরের দৃশ্য গলো দেখতে খুবই সুন্দর।আর এই গেম যে ভাবে খেলতে হয় তা হলো:গেমটি ওপেন করার পর আপনার নাম ও বয়স চাবে এবং তারপর আপনার স্যাডো এর স্টাইল যেমন আপনার চুল কালার করা তারপর পোষাক পড়ানো মাথায় মুকুট পড়ানো তারপর ফাইট করার জন্য তরবারি এই জিনিস গুলো আপনাকে দেবে।আর তারপর আপনাকে প্রথমে অনলাইন এ ফাইট করতে হবে।আর তারপর ফাইট করার জন্য আপনাকে কিছু বোনাস দিবে এবং সেই গুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস পএ সব কিনে নিবেন।এবং আপনি চাইলে আপনার বর্তমানে ফাইট করার যে জিনিস গলো সে গুলো আপনি আপগ্রেড করে নিতে পারেন।এতে আপনার সব জিনিস গুলো অনেক শক্তিশালী ও মজবুত হবে।আর অনলাইনে একটি ফাইট করার পর আপনাকে আবার ৬ ঘন্টা পর ফাইট করতে দেওয়া হবে তো আপনি ৬ ঘন্টা পর পর ফাইট করবেন।আর অনলাইনে আপনি সব সময় ফাইট করতে পারেন এতে আপনাদের অনেক বেশি লাভ হবে।আর অনলাইনে ফাইট করার পর আপনাকে একটি বক্স দেওয়া হবে সেটা আপনি খুলবেন খুলতে তারা সময় নেবে হচ্ছে ৩ ঘন্টা আর ৩ ঘন্টা পর যখন খুলবে তখন সেখান থেকে অনেক জিনিস কিনতে পারবেন এবং সেখান থেকে আপনাদের অনেক বোনাস দেওয়া হবে।তো এই হচ্ছে মোটামুটি স্যাডো ফাইট গেমের নিয়ম কানুন আপনারা অবশ্যই খেলবেন খুবই মজার একটি গেম।
Philadelphia Eagles’ Jake Elliott Under Fire: Kicking Woes Threaten Playoff Aspirations
Jake Elliott, once a bedrock of consistency for the Philadelphia Eagles, is now in the spotlight for reasons no kicker...